Surprise Me!

রূপসী রুপসা ঘাটের ইতিকথা | Khulna rupsha ghat | Part 2

2020-09-20 1 Dailymotion

#rupshaghatkhulna #rupshabridge #khulna<br /><br />খুলনার স্পন্দন রুপসার ঘাট!<br />দুপুর গড়িয়ে সবে বিকেল।ব্যাটারি চালিত অটোতে খুলনা সদর হয়ে রূপসা ঘাট। ঘাটে নেমেই লোহার পুল পার হয়ে পল্টুনে দাঁড়াই। ঘাট ভর্তি লোকজন। চলাচলকারীদের মধ্যে হন্তদন্ত হাব-ভাব, যেন নদীর ঘাটের এপার-ওপারে রাজ্যের কাজ ফেলে এসেছে। ঘাটে নেমেই লোহার পুল পার হয়ে পল্টুনে দাঁড়াই। ঘাট ভর্তি লোকজন। চলাচলকারীদের মধ্যে হন্তদন্ত হাব-ভাব, যেন নদীর ঘাটের এপার-ওপারে রাজ্যের কাজ ফেলে এসেছে।<br />কারো হাতে ব্যাগ, মাথায় ভারি বস্তা, কারো হাতে হাঁস-মুরগী ও ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঘাটের পল্টুনে দাড়িয়ে নৌকার অপেক্ষায় বিভিন্ন পেশার শতশত মানুষ। ইঞ্জিনের ভট ভট আওয়াজ শেষে যেই নৌকা ঘাটে ভিড়ছে, সঙ্গে সঙ্গে ব্যস্ত মানুষগুলো ঝাঁপিয়ে পড়ছে নৌকায় উঠতে। চলাচলে অভ্যস্ত হওয়ায়,নৌকার দুলনীকে তোয়াক্কা করছে না তারা। লাফ দিয়েই নৌকায় উঠছেন। অবশ্য যাত্রীদের অভয় দিতে ভেড়ানো নৌকায় দড়ি লাগিয়ে প্রাণপণে আঁকড়ে ধরে থাকেন হেলপার। <br />কয়েক মিনিটের ব্যবধানে গোটা পঞ্চাশেক যাত্রী নিয়ে আবার ভট ভট আওয়াজ তুলে রূপসা নদী পাড়ি দিচ্ছে ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলারগুলো। ওপারের ঘাটে নেমেই দাড়িয়ে থাকা বাসগুলোতে করে যে যার গন্তব্যে রওনা হচ্ছে। রূপসা ঘাট ঘিরে মানুষের প্রতিদিনকার এই ব্যস্ততা, খুলনা শহরের প্রাণের স্পন্দনেই যেন জানান দেয়।<br />রুপসা ঘাট দিয়ে পূর্ব থেকে ঢুকলে পড়ে খুলনা সদর। পশ্চিম দিক দিয়ে ঘাট পার হলে রুপসা উপজেলার গ্রামসহ বাগেরহাট,বরিশাল অঞ্চলের জেলাগুলো যাওয়া যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে চলাচল করেন। ভ্রমণ পিপাসুরাও নৌকা ভাড়া করে এই ঘাট দিয়ে সর্পিল আকৃতির রুপসা নদীর রুপ উপভোগ করেন। সঙ্গে মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ট রুহুল আমীনের মাজারটাও ঘুরে যান।<br /><br />খুলনা সদর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে রূপসা নদীটি। স্থানীয় বাসিন্দাদের মতে,বৃটিশ শাসনামলে নির্মিত হয় রুপসা ঘাট। রূপসা সেতু নির্মাণের পূর্বে খুলনা শহরে প্রবেশের একমাত্র দ্বার ছিলো রূপসার ঘাট। বাগেরহাট, পিরোজপুরসহ বরিশাল অঞ্চলের মানুষজনকে খুলনা আসতে হলে রূপসা ঘাটেই ব্যবহার করতে হত।<br />সেতু নির্মাণের পর থেকে ঘাট দিয়ে নদী পারাপর কমেছে। কিন্তু সময় বাচাঁনো ও যাতায়ত সস্তা হওয়ায় লোকজনের নদী পার হতে রুপসা ঘাটিই এখনও প্রিয়। রুপসা ঘাটকে কেন্দ্র করে চলছে বিকিকিনি। ঘাটের দুই পাশেই বসেছে ফল,পোশাক,চা-বিস্কুট ও পান সুপারির দোকান। নদী পার হওয়া মানুষগুলো নিজের প্রয়োজন মতো জিনিসপত্র কিনে নিচ্ছেন।<br />রূপসা ঘাটে ১৬০টি ইঞ্জিন চালিত নৌকা চলাচল করে। ঘাট ছোট হওয়ায় প্রতিদিন এক সঙ্গে সব নৌকা নামানো হয় না। তাই দিনে ৬০ থেকে ৭০ টি নৌকা যাত্রীদের নদী পারাপার করে। নৌকাগুলো ওপর নির্ভর করে ১৭২ টি পরিবার।<br /><br />Copy Link:<br />https://www.banglanews24.com/tourism/...<br /><br />Follow us on: <br />Facebook:<br />https://www.facebook.com/misbah2021kh...<br />Facebook:<br />https://www.facebook.com/iqbalmahmudnaim<br />twitter:<br />https://twitter.com/misbahkhulna<br />instagram:<br />https://www.instagram.com/misbah_khulna<br />facebook Group:<br />https://www.facebook.com/groups/37297...<br />Linkedin:<br />https://www.linkkedin.com/mwlite/in/m...<br />You tube Channel:<br />https://www.youtube.com/channel/UCX3U...

Buy Now on CodeCanyon